গ্রুপের নীতিমালা
আসসালামু আলাইকুম
Dhaka Live গ্রুপে আপনাকে স্বাগতম।এই গ্রুপটি আমাদের সবার।এটি একটি পরিবার। আর তাই পরিবারটাকে সুন্দর রাখতে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয় সবাইকে। তাই মেনে চলুন নিম্নক্ত বিষয়গুলো,,,
#নীতিমালাঃ
১. গ্রুপের ডিসক্রিপশন বক্সের ডিটেইলস রুলস পড়ে নিবেন সবাই। রুলস অনুসারে পোস্ট করবেন , এর বাইরে পোস্ট এ্যাপ্রুভ হবে না।
২. এখানে ভাষা নিয়ে কোন বাধ্যবাধকতা নেই। আঞ্চলিক বা দৈনন্দিন,,, যে কোন ভাষা ব্যাবহার করা যাবে। তবে সেটা অবশ্যই সুন্দর ও সাবলীল হতে হবে।
৩. যার যার ধর্ম তার তার কাছে মহান। তাই অযথা কোন ধর্ম নিয়ে টানাটানি করবেন না, তর্কে জড়াবেন না। আর হ্যাঁ,,, ভুল হাদিস তো শুনাবেন-ই না।
(তবে ঈদ, পূজা বা বড়ো দিনে শুভেচ্ছা পোষ্ট অবশ্যই করতে পারবেন। হাজার হলেও আমরা সবাই মিলে একটা পরিবার।)
৪. প্রত্যেকে নিজ নিজ দক্ষতা প্রকাশ করবেন ফটোগ্রাফি,, গল্প, কবিতা,, গান,, বাদ্যযন্ত্র বাজানো,, আবৃত্তি,, জোকস,, অঙ্কন,, হস্তশিল্প,, ঢাকার এলাকার ইতিহাস ও ঐতিহ্য,,, প্রভৃতি বিষয়।
৫. রাজনৈতিক কোন পোষ্ট করবেন না। এ্যাপ্রুভ করা হবে না।
৬. কোন রকম রাজনৈতিক বা সম্মানজনক কোন ব্যাক্তিকে নিয়ে ট্রল/ফান পোস্ট করবেন না। এমনকি ভাইরাল কোন অপরাধীর ছবি / ট্রল এসব কোন পোষ্ট করবেন না। এ্যাপ্রুভ করা হবে না।
৭. তথাকথিত নায়ক-নায়িকাদের বিয়ে / তাদের পার্সোনাল বিষয় নিয়ে বাজে কোন ট্রল করবেন না। এমনিতে তাদের নিয়ে নরমাnল পোষ্ট করতে চাইলে করতে পারেন। কিন্তু কারও পার্সোনাল বিষয় নিয়ে নাক না গলানোই ভদ্রতা।
০৮. অযথা হাই, হ্যালো, কেমন আছেন? এসব লিখা পোস্ট করবেন না। এমন কিছু পোষ্ট করুন যাতে আমরা নতুন কিছু শিখতে পারি,, জানতে পারি,, সাহায্য করতে পারি বা সচেতন হতে পারি।
০৯. কমেন্টসে অন্য কোন গ্রুপের লিংক, পেইজ লিংক বা অন্য কোন গ্রুপের সাজেশন অথবা অন্য কোন গ্রুপের নাম নিয়ে কথা বললে ব্যান করা হবে।
(বিঃদ্রঃ কোন গ্রুপের বদনাম নিয়েও কোন পোস্ট করবেন না। It’s strictly forbidden...)
১০. কেউ এ্যাডমিনদের অনুমতি ছাড়া সরাসরি কোন সেল পোষ্ট করবেন না।
১১. কোন ভিডিও সরাসরি শেয়ার করবেন না।
১২. গ্রুপে নিজের পছন্দের যে কাউকে এ্যাড করতে পারবেন। যার সামনে আপনি কম্ফোর্টেবল, তবে চেষ্টা করবেন কোন ফেইক প্রফাইল এ্যাড না করতে। কাউকে যদি ফেইক মনে হয় প্রমাণ সহ গ্রুপের পেইজে জানান। তাকে ব্যান করা হবে।
১৩. গ্রুপে পোস্ট করা যেকোন লেখা,, ছবি বা অন্য কিছু শেয়ার দিলে অবশ্যই ক্রেডিট সহ দিবেন, নিজের নামে চালাবেন না। মনে রাখবেন যার যার লেখা / ছবি তার তার কাছে সন্তানের মতো।
১৪. কেউ হেল্প চাইলে কমেন্টে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করুন। না চিনলে অযথা তাদের ইনবক্সে নক করবেন না।
১৫. গ্রুপের পরিবেশ সুন্দর করা সব মেম্বারসদের দায়িত্ব, তাই পরিবেশ যাতে সুন্দর থাকে তেমন আচরন করবেন।
১৬. হাতের পাঁচটি আঙ্গুল যেমন এক রকম হয় না,, তেমনই প্রতিটি মানুষও। প্রত্যেকে আলাদা,, প্রত্যেকের চিন্তাধারাও আলাদা। আর সেজন্য একজনের পোষ্ট অন্যজনের ভালো না-ই লাগতে পারে। তাই বলে তাকে বাজে মন্তব্য করবেন না। প্রয়োজনে ইগনোর করুন।
আর যদি কোন কারনে কারও কোন পোষ্ট আপনার অস্বস্তির কারন হয় তাহলে এ্যাডমিন কে জানান।
১৭. কারও অন্য কারও সাথে যদি পার্সোনাল ইস্যু থাকে তবে সেটা ইনবক্সেই সীমাবদ্ধ রাখুন। গ্রুপে টেনে আনবেন না। বাজে কমেন্ট করবেন না। অন্যথায় রেস্ট্রিকটেড হবেন।
১৮. গ্রুপে আমরা সবাই সমান। কাউকে আঘাত করে কোন কথা বলা যাবেনা। কারো উদ্দেশ্যে নোংরা এবং কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা যাবেনা।
ভালো না লাগলে ইগনোর করবেন তার পোষ্ট।
১৯. গ্রুপে ছোট বড়ো সব ধরনের সদস্য আছে। নিজের ও অন্য সবার সম্মান বজায় রাখুন। কোন রকম অশ্লীল ভাষা বা কথা ব্যবহার করবেন না এবং গ্রুপে অশ্লীল ভাষায় কিছু লেখা বা অশালীন ছবি শেয়ার দেয়া থেকে বিরত থাকুন।
২০. যাদের সবকিছুতেই সমস্যা। তারা গ্রুপে না থাকার জন্য অনুরোধ করছি। এটা হয়তো আপনার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম না।
২১. অযথা কোন কারন ছাড়া এডমিন প্যানেলের কাউকে ইনবক্সে নক করবেন না।
২২. ফ্রেন্ডশীপ করবো, এ্যাড মি, ইনবক্স করেন অযথা এসব পোস্ট করবেন না।
আর,,,,,, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়,,, যে বিষয়ে কাউকেই কোন রকম ছাড় দেয়া হবে না,,,
২৩.*** গ্রুপে ছেলে-মেয়ে উভয়ই আছে। কোন মেয়েকে অসম্মান করবেন না বা সম্মানহানি হয় এমন কোন কমেন্ট বা পোষ্ট ও করবেন না। ফান পোষ্ট আলাদা বিষয় তবে তাতেও খেয়াল রাখবেন যেনো মেয়েদের কোন রকম সম্মানহানি না হয়। অচেনা কাউকে ইনবক্সেও অযথা বিরক্ত করবেন না। যদি এমন কাজ কেউ করে,,, সে যে-ই হোক না কেন,,,
তাহলে মেয়েদের বলছি,,,, প্রমানসহ সাথে সাথে গ্রুপের এ্যাডমিন কে জানান।
# মেয়েরাও কোন ছেলেকে অসম্মান করে কোন কিছু পোষ্ট / কমেন্ট করবেন না।
মনে রাখবেন,,, নিজেকে সম্মান না করলে অন্যকেও সম্মান করতে পারবেন না। আর আপনি সম্মান করবেন তো আপনি সম্মান পাবেন। তাই নিজেকে সম্মান করুন,,, অন্যকে সম্মান দিন।
গ্রুপের নিয়ম সবার জন্য সমান। এ্যাডমিন প্যানেলের জন্যও। তারাও যদি কোন নিয়ম ভেঙে থাকে ভয়হীনভাবে এ্যাডমিন কে জানাবেন।
আশা করছি আপনারা সবাই গ্রুপের সুন্দর পরিবেশ বজায় রাখতে আমাদের পাশে থাকবেন।
গ্রুপ একটা পরিবারের মত, একটা পরিবারে যেমন রাগ, ভালবাসা সব থাকবে গ্রুপেও থাকতে পারে। কিন্তু তা অবশ্যই গন্ডির মধ্যে।
যদিও নিয়মগুলো একটু হয়তো কঠিন। কিন্তু নিয়ম তো নিয়ম ই। নিয়ম ছাড়া তো কোনকিছুই সুন্দর হয় না। তাই আশা করছি গ্রুপটাকে সুন্দর করতে,,, সামনে এগিয়ে নিতে সবাই আমাদের পাশে থাকবেন।
সার্বিক তত্ত্বাবধানে এ্যাডমিন প্যানেল
Dhaka Live - ঢাকা লাইভ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন