গ্রুপের নীতিমালা
আসসালামু আলাইকুম Dhaka Live গ্রুপে আপনাকে স্বাগতম।এই গ্রুপটি আমাদের সবার।এটি একটি পরিবার। আর তাই পরিবারটাকে সুন্দর রাখতে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয় সবাইকে। তাই মেনে চলুন নিম্নক্ত বিষয়গুলো,,, #নীতিমালাঃ ১. গ্রুপের ডিসক্রিপশন বক্সের ডিটেইলস রুলস পড়ে নিবেন সবাই। রুলস অনুসারে পোস্ট করবেন , এর বাইরে পোস্ট এ্যাপ্রুভ হবে না। ২. এখানে ভাষা নিয়ে কোন বাধ্যবাধকতা নেই। আঞ্চলিক বা দৈনন্দিন,,, যে কোন ভাষা ব্যাবহার করা যাবে। তবে সেটা অবশ্যই সুন্দর ও সাবলীল হতে হবে। ৩. যার যার ধর্ম তার তার কাছে মহান। তাই অযথা কোন ধর্ম নিয়ে টানাটানি করবেন না, তর্কে জড়াবেন না। আর হ্যাঁ,,, ভুল হাদিস তো শুনাবেন-ই না। (তবে ঈদ, পূজা বা বড়ো দিনে শুভেচ্ছা পোষ্ট অবশ্যই করতে পারবেন। হাজার হলেও আমরা সবাই মিলে একটা পরিবার।) ৪. প্রত্যেকে নিজ নিজ দক্ষতা প্রকাশ করবেন ফটোগ্রাফি,, গল্প, কবিতা,, গান,, বাদ্যযন্ত্র বাজানো,, আবৃত্তি,, জোকস,, অঙ্কন,, হস্তশিল্প,, ঢাকার এলাকার ইতিহাস ও ঐতিহ্য,,, প্রভৃতি বিষয়। ৫. রাজনৈতিক কোন পোষ্ট করবেন না। এ্যাপ্রুভ করা হবে না। ৬. কোন রকম রাজনৈতিক বা সম্মানজনক কোন ব্যাক্তিকে নিয়ে ...